দিরাই-শাল্লা সেবাই আমার ব্রত ড.জয়া সেন গুপ্তা এমপি

আরো করোনা আপডেট চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

তৌফিকুর রহমান তাহের (সুনামগঞ্জ)দিরাই-শাল্লা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ২দিরাই-শাল্লা আসনের স্বতন্ত্র প্রার্থী ড.জয়া সেনগুপ্তা বলেছেন,আমি আবারো সদস্য নির্বাচিত হলে দিরাই-শাল্লাবাসীর আমার স্বামীর অসমাপ্ত কাজগুলো শেষ করে দিরাই-শাল্লাকে মডেল উপজেলা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যেতে পারি। উপজেলাবাসীর সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার মূখ্য উদ্দেশ্য।
২২ডিসেম্বর( শুক্রবার) দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ে
বক্তব্য দেওয়া সময় এ সব কথা বলেন
তিনি।

পেরুয়া,চরনারচর,শ্যামারচর,উজানগাঁও,দাউদপুর,এলাকায় গণসংযোগ করেন।
জনাব,মোঃ সোনা মিয়ার সভাপতিত্বে– সৌমেন চৌধুরীর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন রফিকুল ইসলাম,অলিউর রহমান চৌধুরী ইমন,মিহির দাস,মো:মমিন মিয়া, আমির হামজা হৃদয়, রাজিব রায়,আছকর আলী,মোঃ নওশের মনির, মাওলানা শফি আহমেদ, বিধান চন্দ্র দাস, রান্টু লাল দাস, নান্টু,দিরাই উপজেলার সাবেক সভাপতি সিরাজউদৌল্লাহ,তিনি বলেন,আমাদের হুমকি ধামকি দিয়ে আপনাদের লাভ নাই।জনগণ আপনার চালাকি ধরে ফেলেছে। চরনারচর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জগদীশ সামন্ত বলেন,নৌকার প্রার্থী আমার অনেক জুনিয়র ওর সম্পর্কে আজ কিছু বলতে চাইনা কারন সে বুঝবে ৭ তারিখের পরে।
উপস্হিত ছিলেন করিমপুর ইউনিয়ন এর চেয়ারম্যান লিটন দাস।শাল্লা উপজেলার সিনিয়র সহসভাপতি, শাল্লা ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুস ছাত্তার বলেন, নৌকার প্রার্থীর ভাইকে তুরফের টাস হিসাবে ব্যাবহার করে নির্বাচনে পাশ করতে চায়।
মোঃ আসাদুল্লাহ বলেন, আল্লাহতায়ালা সহায় আমাদের বিজয় সুনিশ্চিত। আমাদের কেউ আটকাইতে পারবেনা। দিরাই-শাল্লার নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন দাস,তিনি বলেন,আপনি কথায় কথায় মিথ্যে বলে আমাদের কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবেননা। ভয় দেখাবেন না। আপনার ফাঁকিঝুকি আলোচনা জনগন আর খায় না। উপস্হিত ছিলেন, রোবায়েত আহম্মেদ চৌধুরী রবিব,মিহির কান্তি তালুকদার, আব্দুন্নুর মিয়া, আমিরুল ইসলাম,মোঃ সবুজ মিয়া,প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.