মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বামনায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ)এর ডৌয়াতলা শাখার নব নির্বাচিত সভাপতি সিয়াম, সাধারন সম্পাদক চাঁদনী।
বরগুনার বামনা উপজেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) ডৌয়াতলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গল বার (06 ফেব্রুয়ারি) সকাল ১১ টায় হলতা ডৌয়াতলা সমবয় বহুমুখী মাধ্যামিক বিদ্যালয় মিলনায়তনে বামনা উপজেলা এনসিটিএফ সহ সভাপতি সাইফুল ইসলাম মির এর সভাপতিত্বে এবং উপজেলা এনসিটিএফ এর সাধারন সম্পদক শাহ্ মুহাম্মদ শাফি উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হলতা ডৌয়াতলা সমবয় বহুমুখী মাধ্যামিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক হাফিজুর এবং বামনা উপজেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) এর সদস্য প্রমূখ।
এ সময় নতুন কমিটি গঠন এবং নতুন বছরের জন্য কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়। এবারে বামনা উপজেলা এনসিটিএফ হলতা ডৌয়াতলা সমবয় বহুমুখী মাধ্যামিক বিদ্যালয় নবনির্বচিত কমিটির সভাপতিঃ মোঃসিয়ামি হোসেন, সহ-সভাপতিঃ মোঃসানাইল্লাহ্,জান্নাত আক্তার আরিফা,নুসরাত জাহান ডিনাট।সাধারণ সম্পাদকঃ মোসাঃচাঁদনী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদকঃমেহেদী হাসান,গামিয়া আক্তার(জুথী)। সাংগঠনিক সম্পাদ ঃফারনিলা আক্তার জান্নাতি,মারুফ।শিশু সাংবাদিকঃ সুরাইয়া নুসরাত উর্মী,মোসাঃচাঁদনী আক্তার,শাকিল। শিশু গবেষকঃ মোসাঃ মজির্না আক্তার,মোঃ রাকিব,মোঃ রমজান হোসেন।শিশু সংসদঃমোঃ আল-আমিন,মনিরা আক্তার,সাগরিকা আক্তার। নির্বাচন পরিচালনা করেন বামনা উপজেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) এর যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াফী সাদাতি খান বানী। কমিউনিটি বেজ্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), ২০২০ সাল থেকে প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বামনা উপজেলা সহ বরগুনার ৬টি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে এনসিটিএফ সদস্যদের নিয়ে কাজ করে আসছে।