বানারীপাড়ায় দক্ষিণ নাজিরপুর হাই স্কুলের সভাপতি হলেন এপিপি তারিকুল ইসলাম

আরো পরিবেশ বরিশাল শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বানারীপাড়ার ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারী) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুর ইসলাম খান স্বাক্ষরিত পত্রে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে উপজেলার দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করা হয়। একই পত্রে মো. হান্নানকে অভিভাবক সদস্য, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সাইফুর রহমান রাসেলকে শিক্ষক প্রতিনিধি সদস্য ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিনকে পদাধিকার বলে সদস্য সচিব করা হয়। প্রসঙ্গত,অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বানারীপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং রেডক্রিসেন্ট সোসাইটি ও বানারীপাড়া পাবলিক লাইব্রেরীর আজীবন সদস্য। তিনি এর আগে তিন বার দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও দাতা সদস্য ছিলেন। এদিকে বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ায় বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.