শোয়েব হোসেন
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে অবস্থিত “এসো ইসলাম শিখি” মাদ্রাসা ও ইয়াতিমখানা মসজিদের জন্য মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন ঢাকা-১৮ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রার্থী বাংলাদেশ বৌদ্ধিষ্ট ফেডারেশনের সভাপতি দয়াল কুমার বড়ুয়া।
জানা যায়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শুরু হওয়ায় রাস্তা সম্প্রসারণ করতে “এসো ইসলাম শিখি” মাদ্রাসা ও মসজিদের বেশ কিছু অংশ ভেংগে দেয়া হয়। যেহেতু অসহায় ইয়াতিমরা এখানে থাকে তাই খবর পেয়ে মানবিক নেতা দয়াল কুমার বড়ুয়া বৃহস্পতিবার সকাল ১১ টায় ছুটে আসেন মাদ্রাসা ও মসজিদ পরিদর্শনে। এ সময় তিনি অসহায় ইয়াতিমদের দুঃখ দুর্দশার কথা শুনে সাথে সাথে প্রকল্প পরিচালক মিঃ জুও এর সাথে সাক্ষাৎ করে বিষয়টি সমাধানে আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এ সময়ে তিনি মুঠোফোনে সড়ক ও সেতু কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার মনির হোসেনের সাথেও কথা বলেন এবং দ্রুত উক্ত বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
দয়াল কুমার বড়ুয়া ইয়াতিমদের সাথে কথা বলে বিভিন্ন অবস্থার খোঁজ খবর নেন। তাদের থাকা,খাওয়া,পড়ালেখার আরও উন্নতির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় আরো উপস্হিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এফ এম ইব্রাহীম,বিভিন্ন সংবাদকর্মী সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ। দয়াল কুমার বলেন, ঢাকা-১৮ আসনের সাধারন মানুষের পাশে দাঁড়াতে যেকোন সময়,যে কোন বিষয়ে তিনি এরকম মানবিক কাজে নিজেকে উৎসর্গ করে যাবেন।
বিভিন্ন খবরে প্রকাশ, ইতিপূর্বেও তিনি অনেক অসহায় মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে নিয়মিত ভাবেই তার সহযোগিতা মুলক কার্যক্রম অক্লান্ত ভাবেই চালিয়ে এসেছেন। জাতি-ধর্ম-বর্ন কোন বিভেদ নেই তার কাছে।সচেতন ব্যাক্তিরা জানান,দয়াল কুমার বড়ুয়া আসলেই যেন দয়ার সাগর। দয়াল নামটিও তার সংগে চমৎকার যুক্তিযুক্ত ও মানানসই ! যে কোনো পরিস্থিতিতেই ঢাকা-১৮ আসনের জনতার কল্যাণ ও উন্নয়ন অব্যাহত রাখতে তিনি নিবেদিত প্রান।