ঐতিহাসিক গোল্ড রাশ শহর পুড়ে ছাঁই

আন্তরজাতীক আন্তর্জাতিক আবহাওয়া
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ তিন সপ্তাহ ধরে জ্বলতে থাকা দাবানলে প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের গ্রিনভিলের ঐতিহাসিক গোল্ড রাশ শহর। ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এ শহরটির প্রায় ৮০০ বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
ডিপি ফায়ার নামে পরিচিতি পাওয়া এ আগুন গত বুধবার শহরটিতে ছড়িয়ে পড়ে। আগুনের তাপে গোল্ড রাশ যুগে নির্মিত ঐতিহাসিক ভবন, গ্যাস স্টেশন, হোটেল এবং বার ধ্বংস হয়ে গেছে। আলোকচিত্রীদের তোলা ছবিতে গ্রিনভিল শহরের গাছ, বিভিন্ন কাঠামোর পাশাপাশি ধাতব একটি লাইটপোস্টকেও তাপে গলে যেতে দেখা গেছে। খবর এএফপি ও বিবিসির
গত ১৩ জুলাই ক্যালিফোর্নিয়ার একটি পর্যটন কেন্দ্রের সামনের সড়ক থেকে দাবানলের সূচনা হয়। ডিপি সড়ক নামে পরিচিত ওই সড়কের নামেই দাবানলের নামকরণ করা হয়েছে। এবারের এই দাবানলকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অষ্টম বৃহত্তম বলে অভিহিত করা হচ্ছে। তীব্র এই দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দেশটির কর্মকর্তা ও দমকল কর্মীরা।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ডগ লামালফা দাবানলের ভয়াবহতার ব্যাপারে বলেন, আমরা আজ রাতে গ্রিনভিলকে হারিয়েছি। তিন সপ্তাহের দাবানল প্রায় ৩ লাখ ২২ হাজার বর্গ একর জমি গ্রাস করেছে। দাবানলের মাত্র ৩৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে। এর মধ্যেই ধ্বংস হয়ে গেছে অনেক কাঠামো ও ঘরবাড়ি।
এদিকে দক্ষিণ ইউরোপের তুরস্ক, গ্রিস, ইতালি, নর্থ মেসিডোনিয়া, আলবেনিয়াসহ বহু দেশেই দাবানল জ্বলছে। দাবানলে দক্ষিণ-পশ্চিম তুরস্কে অবস্থিত মিলাসের তাপবিদ্যুৎ কেন্দ্র পুড়ে গেছে। এই ঘটনার পর ইস্তাম্বুলে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। তুরস্কে আগুনে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটির পাঁচ প্রদেশে ১৩টি দাবানল এখনও জ্বলছে। শনিবার এক টুইট বার্তায় এই তথ্য জানান তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি।
গ্রিসেও দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে দাবানলে এখন পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। ছয়টি অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি দাবানল পৌঁছে যাওয়ায় ধোঁয়ায় ঢেকে গেছে এ অঞ্চল। সেখান থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। কাছেই অবস্থিত এভিয়া দ্বীপেও আগুন জ্বলছে। ঐতিহাসিক অলিম্পিয়া শহরের কাছাকাছি দাবানল পৌঁছে গেছে বলে জানিয়েছে বিবিসি।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.