নিজস্ব প্রতিনিধি :
আপনার আমার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় বেঁচে যেতে পারে একটি তাজা প্রাণ। একটি প্রস্ফুটিত ফুল নিমিষে ঝরে যেতে দেওয়া যায়না। বিবেকের দায়বদ্ধতা থেকে এগিয়ে আসা উচিত। সহযোগিতা করা উচিত।
কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের কালিয়াচোঁ গ্রামে মৃত মোঃ অহিদুর রহমানের ছেলে রাকিবের দুটি কিডনি বিকল হয়ে গেছে।
বর্তমানে সে রাজধানী মিরপুরের বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন এ চিকিৎসাধীন রয়েছে। স্বামী হারা বিধবা মা রাজিয়া খাতুন একমাত্র ছেলেকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন ও আজ নস্যাৎ হওয়ার পথে। রাকিবের বাবা মারা যাওয়ার পর মামাদের সহযোগিতায় চলছে তাদের সংসার। কিন্তু মামারা ও খেটে খাওয়া মানুষ। উনাদের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব না। উনারা সবার নিকট সহযোগিতা কামনা করেছেন।
বিধবা মায়ের একমাত্র অবলম্বন ১৬ বছরের রাকিবকে বাঁচিয়ে রাখতে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ডাক্তারের ভাষ্যমতে, ১৫ লক্ষ কিংবা তার অধিক টাকার প্রয়োজন। আসুন যে যার মত করে সাহায্যের হাত বাড়িয়ে দেই। আপনার আমার একটুখানি সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি তাজা প্রাণ।
সাহায্য পাঠান নিম্নোক্ত একাউন্টে
01774914213 (বিকাশ)
01774914213(নগদ)
হিসাব নামঃ মজিবর রহমান (মামা)
হিসাব নং-১৫৩৮১০৪৬০২২৭৮০০১
ব্রাক ব্যাংক, মিরপুর শাখা।