আহসান হাবীব সুমন,কচুয়া
চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের খিড্ডা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ীদের নগদ টাকা ও মালামালসহ ৭ টি দোকানপুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ১২ লাখ নগদ টাকা ওদোকানের বিভিন্ন মালামালসহ প্রায় ১ টাকা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার ভোর রাতে দিপা সার ও কিটনাশক দোকানথেকে আগুনের সূত্রপাত হয়ে পর্যায়ক্রমে আগুনেরলেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে অন্যান্য ব্যবসায়ীদের দোকান গুলিতে আগুন লেগে ৭ টি দোকানঘর পুড়ে যায় ।খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিলডিফেন্স ১ টি ইউনিট ও স্থানীয়রাসহ প্রায় ১ ঘন্ন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে ব্যবসায়ীদের থাকা নগদটাকা,দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায়কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলি হচ্ছে,সুলতান আহমেদের৪টি দোকান, দিপা সার ও কিটনাশক,সুলতান ভ্যারেইটিজ স্টোর,নুরজাহান ভ্যারেইটিজ স্টোর ওআবির এন্টার প্রাইজ এতে নগদ ১২ লাখ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭০ লাখ টাকা। এছাড়াপাশ^বর্তি জিলানীর কম্পিউটার ও মোবাইল দোকানক্ষয়ক্ষতির পরিমান ২০ লাখ টাকা ও হানিফ তালুকদারের