বানারীপাাড়া(বরিশাল) প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় তিন যুবলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা যুুবলীগ নেতা মহসিন রেজা জানান,বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের চেইনম্যান রফিকুল ইসলাম (নাদির কাজী ) রেক্টিফাইড স্প্রিরিট ( আর.এস.) সেবণকরে পথেঘাটে মাতলামি করে বেড়ায়। ৩০ জানুয়ারী বিকাল ৩টার দিকে সে মাদকসেবণ করে ভূমি অফিসের অদূরে বানারীপাড়া মাহমুদিয়া মাদরাসার সামনে দাঁড়িয়ে মাতলামি করছিল। বিষয়টি দেখতে পেয়ে তিনি (যুবলীগ নেতা মহসিন রেজা) ও তার সঙ্গে থাকা বন্ধু তারেক হাওলাদার ও আল-আমিন এ্র প্রতিবাদ করে তাকে মাতাল অবস্থায় ধরে ইউএনও’র কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে ইউএনওর কাছে যেতে না চাওয়ায় এক পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়টিকে পুঁজি করে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা বিভিন্ন অভিযোগ এনে ওই দিন রাতে রফিকুল ইসলামকে দিয়ে মহসিন রেজা,তারেক হাওলাদার ও আল-আমিনের বিরুদ্ধে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করিয়ে তার কপি সাংবাদিকদের কাছে সরবরাহ করে। মিথ্যা ওই অভিযোগের কপির বরাত দিয়ে কয়েকটি অনলাইন পত্রিকায় রিপোর্ট প্রকাশ করানো হয়। প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক অপপ্রচার মূলত যুবলীগ নেতা মহসিন রেজা,তারেক হাওলাদার ও আল-আমিনের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃন্য প্রয়াসমাত্র। এদিকে ভূমি অফিসের চেইনম্যান রফিকুল ্ইসলাম তার বিষয়টি পুঁজি করে একটি মহল ফায়দা নিতে চাচ্ছে এ বিষয়টি বুঝতে পেরে তার থানায় দেওয়া লিখিত অভিযোগ প্রত্যাহার করে নেন । এর মধ্য দিয়ে তার সঙ্গে মহসিন রেজা ,তারেক হাওলাদার ও আল-আমিনের সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান ঘটে।