৮ ইটভাটা মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আইন-অপরাধ ঢাকা পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

মোহাম্মদ রায়হান বারি, নারায়ণগঞ্জ থেকেঃ নারায়ণগঞ্জে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন, কৃষিজমিতে উপরিভাগের মাটির ব্যবহার ও পরিবেশ ছাড়পত্র না থাকায় আটটি ইটভাটার মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আসামিরা হলেন রূপগঞ্জ উপজেলার তারাইল এলাকার এআরবি-১, এআরবি-২ ও মেসার্স বিআরবি ব্রিকস ফিল্ডের পরিচালক মো. আলীম উদ্দিন, মেসার্স বিআরবি-১ ও মেসার্স বিআরবি-২-এর পরিচালক মো. পনির হোসেন, মেসার্স এমএম ব্রিকস ও মেসার্স পিআরবি ব্রিকসের পরিচালক মো. দেলোয়ার মোল্লা, কেবিএম ব্রিকস ফিল্ডের পরিচালক মো. ইলিয়াস জাকারিয়া।

১৮ মে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ) মো. কাউছার আলম তাঁদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ৯ মে আদালতে তাঁদের বিরুদ্ধে মামলার আবেদন করেন মো. আলমগীর নামের স্থানীয় এক ব্যক্তি। শুনানিতে আলমগীরের জবানবন্দি গ্রহণ করেন আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোবারক হোসেন উপস্থিত ছিলেন। শুনানিকালে কেন এত দিন তাঁদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা নেয়নি, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ওই কর্মকর্তা। তাই আদালত বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি নিয়ে আট ইটভাটার মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.