রামগড় স্থলবন্দ দিয়ে এই মার্চই যাত্রী পারাপার শুরু হবে

আন্তর্জাতিক আরো চট্টগ্রাম পরিবেশ প্রবাস সারাদেশ
শেয়ার করুন...

মোশারফ হোসেন, রামগড়
চলতি মার্চ মাসেই রামগড় স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে, মঙ্গলবার রামগড় স্থলবন্দর পরিদর্শনে এসে এ কথা জানায় ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ।
হাই কমিশনার আরও জানায় ওপারের সাব্রুমে আইসিপি বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট প্রস্তুতি শেষের দিকে; এটি ৯ মার্চ উদ্বোধন হবে। তখন দুই দেশের যাত্রীরা মৈত্রী সেতু হয়ে পারাপারের সুযোগ পাবেন।’
রামগড় পৌঁছালে ড.বিনয় জর্জ কে স্বাগত জানায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, এসময় আরও উপস্থিত ছিলো বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দরের প্রকল্প পরিচালক সরওয়ার আলম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর ও রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন প্রমুখ।
পরে ড. বিনয় জর্জ রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের অফিস কক্ষে মতবিনিময় সভায় অংশ গ্রহন করে।
সভা শেষে ফেনী নদীর ওপর নির্মাণ ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ও বন্দর অবকাঠামো নির্মান পরিদর্শন করে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরওয়ার আলম বলেন, ‘বাংলাদেশের দিক থেকে ইমিগ্রেশন কার্যক্রম শতভাগ প্রস্তুত। প্রধানমন্ত্রী গত বছরের ১৪ নভেম্বর রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালটি উদ্বোধন করেছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.