মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
শেষ ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ২ নং কেশারপাড়,৫ নং অর্জুনতলা ও ৭ নং মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২২, ১৫ জুন,বুধবার অনুষ্ঠিত হয়েছে।
তিনটি ইউপির নির্বাচন ইভিএমের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এতে,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে মর্মে স্থানীয় ভোটারদের প্রতিক্রিয়া জানা যায়। ২ নং কেশারপাড় ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন। স্বতন্ত্র প্রার্থী আবদুল হক সুমন চশমা প্রতীক নিয়ে ৫১১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান সিরাজ মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪১৮৬ ভোট পেয়েছেন।৫ অর্জুনতলা ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন। স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন রিপন টেলিফোন প্রতীক নিয়ে ৪০২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন খান ২৫৪৩ ভোট পেয়েছেন।
৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ জন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আলম ভূইয়া রিগান নৌকা প্রতীক নিয়ে ৪৬১১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উনার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের রজনীগন্ধা প্রতীক নিয়ে ২০২৬ভোট পেয়েছেন।
এজন্য সেনবাগের সাধারণ মানুষ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট অনেকে বলছেন নৌকার মান ধরে রাখতে সক্ষম হয়েছেন তরুণ ও উদীয়মান ছাত্র নেতা ফিরোজ আলম ভূইয়া রিগান।
তবে এ নির্বাচনে ১ টি মহিলা বুথে রাত ৮ টা ৫০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে ৫ নং অর্জুন তলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গোরকাটা ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে।
উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম উনার প্রতিক্রিয়ায় বলেন দু,একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবগুলো কেন্দ্রেই সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচন কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।