
সেলিম চৌধুরী হীরা
কুমিল্লার লাকসাম উপজেলার ফুলগাঁও বাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে স্থানীয় তথ্যের ভিত্তিতে লাকসাম আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ফুলগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী জয়নাল এবং তার সহযোগী ইসমাইলকেও আটক করা হয়।
অভিযানের পর রাত রাত সাড়ে নয়টায় গ্রেফতার কৃত দু’জন এবং জব্দকৃত মাদক ও টাকা লাকসাম থানায় হস্তান্তর করা হয়।
লাকসাম থানার পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়দের সহায়তায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
