সেলিম চৌধুরী হীরা
কুমিল্লার লাকসাম উপজেলার ফুলগাঁও বাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে স্থানীয় তথ্যের ভিত্তিতে লাকসাম আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ফুলগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী জয়নাল এবং তার সহযোগী ইসমাইলকেও আটক করা হয়।
অভিযানের পর রাত রাত সাড়ে নয়টায় গ্রেফতার কৃত দু’জন এবং জব্দকৃত মাদক ও টাকা লাকসাম থানায় হস্তান্তর করা হয়।
লাকসাম থানার পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়দের সহায়তায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.