লাকসামে বিদেশী আদলে আল-বাইক রেষ্টুরেন্ট’র যাত্রা শুরু

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ প্রবাস সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

কুমিল্লার লাকসামে স্বাস্থ্য সম্মত খাবারের নিশ্চয়তা নিয়ে বিদেশী আদলে পৌরশহরের বাইপাস হাউজিং এস্টেট এলাকায় বৃহস্পতিবার বিকেলে বনার্ঢ্য আয়োজনে মিনি চাইনিজ আল-বাইক রেষ্টুরেন্টটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কাটেন পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের৷ সোহেল ছাদেক সুমনের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাউজিং এষ্টেট জামে মসজিদের ইমাম মাওলানা খোরশেদ আলম।
ওই রেস্তোরার পরিচালক নুরুল আলম দুলাল বলেন, সময়ের সঙ্গে বদলে যাচ্ছে এ অঞ্চলের মানুষের রুচি। খাদ্যভাসে এসেছে পরিবর্তন। এখন প্রায় সকল শ্রেণি মানুষেই দেশি-বিদেশি ঐতিহ্যবাহী খাবারের রসনা তৃপ্তি পেতে চায়। এলাকার মানুষের আগ্রহ বেড়েছে হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার প্রতি। আমরা রুচিশীল মানুষের চাহিদার কথা চিন্তা করে প্রিয় শহর লাকসামে মিনি চাইনীজ আল-বাইক রেস্টুরেন্ট’র পথচলা। সকলের সাধ ও সাধ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশি-বিদেশী অভিজ্ঞ কারিগর দ্বারা পরিচালানা করবো এটাই আমাদের অঙ্গিকার। বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে শহরের আকর্ষনীয় ও মজাদার নানাহ খাবার থাকছে এ রোস্তরায়।
এসময় ব্যবসায়ী রফিকুল ইসলাম হেলালসহ অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.