মুরগীর খামার থেকে গাঁজার বস্তা উদ্ধার

আইন-অপরাধ কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
লাকসামে মুরগীর খামারে একটি সারের বস্তা থেকে ৮ পেকেটে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে উপজেলার ছিকুনিয়া উত্তরপাড়া আনছারীয়া ফাউন্ডেশন সংলগ্ন মজুমদার বাড়ীর মাদক ব্যবসায়ী
আব্দুল মান্নানের খামার থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। আব্দুল মান্নান(৩৫) ওই বাড়ীর আবদুর রহিম ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, ছিকুনিয়া উত্তরপাড়া আনছারীয়া ফাউন্ডেশন সংলগ্ন মজুমদার বাড়ীর আবদুর রহিমের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান দীর্ঘ দিন যাবত গাঁজা, ফেন্সিডিল, ইয়াবার ব্যবসা করে আসছে। ইতোপুর্বে মাদক মামলায় একাধিকবার জেলখাটে সে।
আজ সে তার মুরগীর খামারে সারের বস্তায় ৮টি পেকেটে প্রায় ২০ কেজি গাঁজা লুকিয়ে রাখে।

লাকসাম থানা পুলিশের এসআই ওমর গোপন সংবাদের প্রেক্ষিতে তার বাড়ীতে অভিযান চালিয়ে খামার থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টেক পেয়ে আবব্দুল মান্নান পালিয়ে যায়।

এঘটনায় মুদাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীদুল ইসলাম শাহীন বলেন, আব্দুল মান্নান দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থেকে এলাকার যুবকদের মাদকাসক্ত হিসাবে গড়ে তুলছে। পুলিশ একাধিকবার গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের এসআই ওমর জানায়, তাকে মাদকসহ একাধিকবার জেলে পাঠানো হয়েছে। ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে। আজ উদ্ধারকৃত গাঁজা থানায় নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে তাকে গ্রেফতার প্রক্রিয়া চলছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.