বামনায় অবৈধ ২ ইটভাটায় অভিজান ৩ তিন লাখ টাকা জরিমানা

আইন-অপরাধ আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলায় অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী পরিবেশ ছাড়পত্রসহ শর্তভঙ্গ করায় বামবার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেসার্স ইরা ব্রিকস নামের একটি ইটভাটাকে দুই লাখ এবং মেসার্স আর কে বি ব্রিকস নামের আরেকটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন সব কার্যক্রম বন্ধে আমরা তৎপর রয়েছি। এরই ধারাবাহিকতায় বামনা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এমন তৎপরতা অব্যাহত থাকবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.