
মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার দক্ষিণ আমইন গ্রামের একটি পুকুর থেকে প্রায় ৫ মণ (প্রায় ২০০ কেজি) ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মূর্তিটি প্রাথমিকভাবে একটি প্রাচীন হিন্দু দেবীর বলে ধারণা করা হচ্ছে, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি হতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
র্যাব সূত্রে জানা গেছে, মূর্তিটি পাচারের উদ্দেশ্যে গোপনে পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার অভিযানে কেউ আটক হয়নি, তবে এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র্যাব।