প্রচন্ড শীত :দূর্বারবিডি

আবহাওয়া পরিবেশ শিক্ষা সাহিত্য
শেয়ার করুন...

—-হাজী কাজী নজরুল ইসলামঃ

প্রচন্ড শীতে মানুষের কাঁপা থর থর—
পশু পাখীরাও কম নয়।
এ্যজমা হাপানী কাঁশি ও হাঁছি মিলিয়ে–
শিশু বুড়োদের বেশী ভয়।

সামর্থহীন গরীব দুঃখি মানুষেরে দিও—
গরমের ভালো মাল।
সম্ভব হলে অসহায়ের গৃহে পৌঁছাও
শীত রুখিবার ঢাল।

দানশীলের দান প্রতি বছরে পায়—
সরকারও দিয়ে থাকে।
শীতের প্রভাব শৈত্য প্রবাহ চলছে–
পৌঁছাই দিও আগে আগে।

রাস্তা কিম্বা নদী পথ রেল ষ্টেশন—–
পথচারী অসুস্হ জনতা।
শীতের হানায় কাঁপে কাটে রাত—–
ওরা যেন পায় সহায়ওতা।

এই শীতে দেশের শীত প্রধান এলাকায় —
শীতের তান্ডবের চলা।
সবার জন্য সবার দোয়া পৌঁছাইও ওহে–
আমাদের বাঁচানেওয়ালা।

করোনা হইতে বিমার হইতে সাফা দাও–
অন্ন বস্রের করো সমাধান।
নিদান কালেতে তোমারী সাহয্যে—
আমাদের বাঁচাও প্রাণ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.