----হাজী কাজী নজরুল ইসলামঃ
প্রচন্ড শীতে মানুষের কাঁপা থর থর---
পশু পাখীরাও কম নয়।
এ্যজমা হাপানী কাঁশি ও হাঁছি মিলিয়ে--
শিশু বুড়োদের বেশী ভয়।
সামর্থহীন গরীব দুঃখি মানুষেরে দিও---
গরমের ভালো মাল।
সম্ভব হলে অসহায়ের গৃহে পৌঁছাও
শীত রুখিবার ঢাল।
দানশীলের দান প্রতি বছরে পায়---
সরকারও দিয়ে থাকে।
শীতের প্রভাব শৈত্য প্রবাহ চলছে--
পৌঁছাই দিও আগে আগে।
রাস্তা কিম্বা নদী পথ রেল ষ্টেশন-----
পথচারী অসুস্হ জনতা।
শীতের হানায় কাঁপে কাটে রাত-----
ওরা যেন পায় সহায়ওতা।
এই শীতে দেশের শীত প্রধান এলাকায় ---
শীতের তান্ডবের চলা।
সবার জন্য সবার দোয়া পৌঁছাইও ওহে--
আমাদের বাঁচানেওয়ালা।
করোনা হইতে বিমার হইতে সাফা দাও--
অন্ন বস্রের করো সমাধান।
নিদান কালেতে তোমারী সাহয্যে---
আমাদের বাঁচাও প্রাণ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.