ঢাকা-কক্সবাজার রুটের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আরো জাতীয় ভ্রমন গাইড
শেয়ার করুন...

ঢাকা-কক্সবাজার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে একযোগে অনলাইন ও কাউন্টারে এ টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার দেওয়া হচ্ছে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট।

এদিকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ১৩ কোচের বগি নিয়ে আগামী ১ ডিসেম্বর যাত্রা শুরু করবে। মোট টিকিটের সংখ্যা ৭০০টি। শোভন চেয়ারের দাম ধরা হয়েছে ৬৯৫ টাকা। এছাড়া এসি চেয়ার টিকিটের দাম ১৩২৫ টাকা। কেবিন ও এসি বার্থের সুবিধা আপাতত থাকছে না। পরবর্তীতে এসব সুবিধা সংযুক্ত হলে টিকিটের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

অনলাইন টিকিট পাওয়া যাবে জানিয়ে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, “বৃহস্পতিবার ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে। চট্টগ্রামের জন্যও টিকেট বরাদ্দ রাখা হয়েছে।”

গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা বিলাসবহুল ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’র উদ্বোধন করেন। তবে রাজধানী ঢাকা থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১ ডিসেম্বর।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.