অবুঝ মানুষেরা

পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সাহিত্য স্বাস্থ্য
শেয়ার করুন...

হাজী কাজী নজরুলঃ

অবুঝ মানুষেরা বেহুঁশ চলাচলে
আজিও চলাফেরা করে।
এদিকে আজরাঈল প্রতিটি স্পটে
রুহুখানা ধরপড় করে।

কে মানে, কে কার কথা পরামর্শ
সতর্কসংকেত দেয় রাজা।
কানে নাহি শোনে ধর্মের বাণী
মনগড়া চলাচলে প্রজা।

সবাই জানে আই, সি, ইউ নাই
চিন্তাও আনে মনে।
অসচেতন হয় খানিক পরেতে
বলে আল্লায় জানে।

সামান্যতম ভয় কারো মনে নাই
এ যেন মূর্খের মত চলা।
না জানি মাবুদ, অতি গোস্যায় দেয়
ঈদের পরেতে ডলা।

মাপ কর মাবুদ, মাপ কর সবারে
না করিলে উপায় নাই।
এত বেহুঁশ দেশের মানুষের মত
পৃথিবীতে আর কেহ নাই।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.