হাজী কাজী নজরুলঃ
অবুঝ মানুষেরা বেহুঁশ চলাচলে
আজিও চলাফেরা করে।
এদিকে আজরাঈল প্রতিটি স্পটে
রুহুখানা ধরপড় করে।
কে মানে, কে কার কথা পরামর্শ
সতর্কসংকেত দেয় রাজা।
কানে নাহি শোনে ধর্মের বাণী
মনগড়া চলাচলে প্রজা।
সবাই জানে আই, সি, ইউ নাই
চিন্তাও আনে মনে।
অসচেতন হয় খানিক পরেতে
বলে আল্লায় জানে।
সামান্যতম ভয় কারো মনে নাই
এ যেন মূর্খের মত চলা।
না জানি মাবুদ, অতি গোস্যায় দেয়
ঈদের পরেতে ডলা।
মাপ কর মাবুদ, মাপ কর সবারে
না করিলে উপায় নাই।
এত বেহুঁশ দেশের মানুষের মত
পৃথিবীতে আর কেহ নাই।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.