সেনবাগের কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আরো চট্টগ্রাম পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

মোঃ মনোয়ারুল হক,সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনোয়ারুল হক, ও রতন মজুমদারের এর সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ ইউনুছ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ী (আংশিক) আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম।

স্বাগত বক্তব্য রাখেন কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ ইউনুছ পাটোয়ারী বাচ্চু।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী দীপাঞ্জনা দেবনাথ।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা জাতীয় পাটির সভাপতি হাসান মঞ্জুর,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ৩ নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: গোলাম কবির, সেনবাগ পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, ২ নং কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন, উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক আ স ম জাকারিয়া আল মামুন,সাবেক চেয়ারম্যান ও ২ নং কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বেলাল হোসেন ভূইয়া, সাবেক উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক ও ২ নং কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন।

এ সময় সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, এম.পি সাহেবের সাবেক স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী,নোয়াখালী জেলা আওয়ামী যুব লীগের সদস্য গিয়াস উদ্দিন জীবন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সদস্য সৌরভ হোসেন সুমন, আওয়ামী লীগ নেতা মীরন হোসেন ভূইয়া,মাষ্টার ইস্রাফিল,মীর হোসেন মীরু, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য মোঃ ইউনুছ, মোঃ মোস্তফা,তৌহিদ হোসেন,আবদুর রব মানিক,শরীফুজ্জামান,নুরুন্নার সহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষার্ধে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ক্রেস্ট এবং বিভিন্ন ইভেন্টে অংশ কারী শ্রেষ্ঠ প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.