সাম্প্রদায়িক উসকানি ও গুজবের বিরুদ্ধে সম্প্রীতির বন্ধন জোরদার করুন : জিএম সিরাজ

আরো পরিবেশ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির আয়োজনে ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় শহরের টাউন বারোয়ারী (স্যান্ন্যালপাড়া) মাঠে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট), বগুড়া-৬(সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম মো: সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি স্বৈরাচারের দোসররা দেশকে বিভিন্ন ভাবে অস্থির করে তোলার চেষ্টা করছে। এগুলো সারাদেশের সাধারণ চিত্র নয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। ধর্মীয় সাম্প্রদায়িক পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সে ব্যাপারে অন্তর্বতীকালীন সরকারের পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেফতারের পর তাঁর অনুসারীদের সহিংস প্রতিক্রিয়া এবং একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করার পরও বাংলাদেশে উল্লেখযোগ্য সাম্প্রদায়িক সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেনি। অথচ ভারতের কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট খবর পরিবেশন করে বাংলাদেশ বিরোধী অপ-প্রচার চালানো হচ্ছে। এই অবস্থায় এলাকার সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য আমরা দল, মত, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিকুল ইসলাম তোতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মো: কাওসার আলী কলিন্স, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, শহর শাখার সভাপতি শুভ কুন্ডু, বাংলাদেশ ব্রা²ন সংসদ শেরপুর উপজেলার সভাপতি সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিমান মৈত্রেয়, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ অধিকারী শুভ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সদস্য অনিমেশ রায়, শেরপুর উপজেলা শাখার সদস্য সচিব নারায়ন দাস নান্নু, আদিবাসী ফোরাম বগুড়া জেলার সভাপতি বাসুদেব বাগদী, আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা শাখার সভাপতি শ্রীকান্ত মাহাতো প্রমূখ। এছাড়াও ইমাম সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ধর্ম ও শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.