পঞ্চগড় জেলা পরিষদের দুই দুইবারের প্যানেল চেয়ারম্যান, লিগ্যাল এইডের সদস্য ও,নির্যাতিত নিপীড়িত নারীদের অধিকার নিশ্চিত করন প্রতিষ্ঠান ‘পরস্পর’ এর প্রতিষ্ঠাতা আক্তারুন্নাহ সাকি
তিনি সংরক্ষিত নারী আসন ১ (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর) এ মনোনয়ন প্রত্যাশী
আক্তারুন্নাহার সাকি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত,,ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগ করতেন ও ৩০ বছরের অধিক সময় ধরে তিনি ও নারী অধিকার নিয়ে কাজ করছেন,, লিগ্যাল এইডের সদস্য হিসেবে তিনি নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদানে কাজ করেন,, নির্যাতিত প্রত্যেকটি নারী যাতে আইনের সর্বোচ্চ সহায়তা পান সে বিষয়টি আক্তারুন্নাহার সাকি নিশ্চিত করেন
আক্তারুনাহার সাকি বলেন,আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন নিয়ে নির্বাচিত হলে অবহেলিত বৃহত্তর দিনাজপুর নিয়ে কাজ করব এবং এ আসনে জনগণের মান উন্নয়নে কাজ করব
তিনি আরো বলেন আমি বিগত দিনগুলোতে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছি,, ও নারীদের অধিকার নিশ্চিত কাজ করেছি,,
আক্তারুন্নাহার সাকি বলেন৷ আমি সংসদ সদস্য হতে পারলে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অধিকার বঞ্চিত, সাধারণ জন্য যে কাজ করবো ,, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সে সুযোগ দেন,
আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত নারী আসন ১এ আমাকে মনোনয়ন দিয়ে এসব কাজ করার সুযোগ করে দিবেন।