এস চাঙমা সত্যজিৎ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার খাগড়াছড়ি বাজার ফান্ড কর্তৃক অনুমোদিত পানছড়ি উপজেলার উল্টাছড়ি বাজার চালু করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫ উল্টাছড়ি বাজারের অস্থায়ী কার্যালয়ে বাজার চৌধুরী রফিকুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সঞ্চালনায় ছিলেন লোকমান হোসেন। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র সভাপতি মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, উল্টাছড়ি ইউনিয়নের পেনেল চেয়ারম্যান আবুল হাসেম, পানছড়ি উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, উল্টাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার, পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার, সদস্য সচিব মোঃ সেলিম , বাদশা কুমার কার্বারী, আবুল হোসেন, আনোয়ার, মোবারক হোসেনসহ স্থানীয় এলাকার নেতৃবৃন্দ। বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন উল্টাছড়ি বাজারটি চালু হলে স্থানীয় লোকজনদের সুবিধা হবে বলে মত প্রকাশ করেন। এ জন্য বাজারটি চালু করার জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা সার্বিক সহযোগীতা করবেন বলেও সকলকে আশ্বস্ত করেন।