গোলাম রাব্বানী, নওগাঁ থেকেঃ
চালের বাজার স্থিতিশীল রাখতে নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় ৬ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (৩১ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম এ অভিযান পরিচালনাা করেন।
জানা যায়, লাইসেন্স বিহীন ভাবে চাল মজুদ রাখার অপরাধে নজিপুর পেীর এলাকার নতুরহাট বাজারে আয়েশা চাউল ঘর থেকে ১০ হাজার টাকা ও এস.পি এন্টার প্রাইজ থেকে ১০ হাজার টাকা, নজিপুর বাসস্ট্যান্ড এলাকার নূর ইসলাম খাদ্য ভান্ডার থেকে ৩ হাজার টাকা এবং গেীতম, আফজাল ও জাহাঙ্গির এর দোকান থেকে ১২ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন, নজিপুর খাদ্য গুদামের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র মন্ডল, পত্নীতলা খাদ্য গুদামের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুক্তি রানী, পত্নীতলা থানার এস.আই রিমন দত্ত, নজিপুর বাসস্ট্যেন্ড বনিক কমিটির সভাপতি শহিদুল ইসলাম বেন্টু, নতুনহাট বনিক কমিটির সভাপতি ও পেীর কাউন্সিলর মো: মোস্তফা কিবরিয়া প্রমূখ।