মিলন বৈদ্য শুভ, রাউজান চট্রগ্রাম (প্রতিনিধি):
রাউজানে শ্রী শ্রী রামঠাকুর আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্রদের ১৬৫ তম আবির্ভাব, স্মরণ উৎসব, শ্রী মন্দির শুভ উদ্বোধন,নব নির্মিত শ্রী মন্দির উৎসর্গ,দেব বাস্তযাগ,ও পঞ্চাঙ্গ শান্তিস্বস্ত্যয়ন, শ্রী শ্রী ঠাকুরের চিত্র বিগ্রহ প্রতিষ্ঠা, চট্রগ্রামের প্রখ্যাত পণ্ডিত মন্ডলী, শ্রী শ্রী বেদবাণী পাঠ,শ্রীমদ্ভগবদগীতা পাঠ,শ্রীমদ্ভগবদগীতা প্রশ্ন উত্তর কুইজ ও আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহতী ধর্মসভা, গরীব -দুস্হদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,দ্বাদশ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়।
ঠাকুরের আশ্রিত ভক্তবৃন্দের অনুপ্রেরণায় শ্রী শ্রী কৈবল্য নাথের ৫ম মোহন্ত মহারাজ শ্রীমৎ বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী।
মন্দিরের ভিত্তি প্রস্তর স্হাপন করেন শ্রী শ্রী কৈবল্যধামের ৬ষ্ঠ মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়।
শ্রী মন্দির নির্মাণে সার্বিক সহযোগিতায় শ্রী শ্রী কৈবল্য ধামের ৭ম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য।
শুভ আশীর্বাদক হাটহাজারী নেহালপুর বাসুদেব অনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিল্পব চৈতন্য ব্রহ্মচারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান রামঠাকুর আশ্রমের সভাপতি অদিতি রঞ্জন মজুমদার।
স্বাগত বক্তব্য রাখেন রাউজান রাম ঠাকুর আশ্রমের সাধারণ সম্পাদক রনজিত কুমার দে।
কৈবল্যধামের সাধারণ সম্পাদক স্বপন কুমার পালিত, বোর্ড অব ট্রাস্টির সভাপতি আশুতোষ মহাজন, মিলন দাশ, মনিলাল দাশ, সঞ্জয় দে, শাওন সেন, সজল চৌধুরী, অজয় মিত্র শংকু, বিপ্লব দাশ, বিশিষ্ট ব্যবসায়ী রতন কুমার ঘোষ, হারাধন মহাজন, কৃষ্ণ কর্মকার, নারায়ণ কর্মকার, মৃদুল ধর, মৃদুল দাশ।
রাউজান রাম ঠাকুর আশ্রমের পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ নিরধ বরণ কুল রায়, শ্যামপদ রায়, মৃদুল রায়,
বাদল দে, শ্যামল কান্তি দে, সুমন ধর, রুবেল দে, রাখল ভট্টাচার্য, সঞ্জয় সরকার, সজল দে, বাবলা ঘোষ, বিপ্লব ঘোষ, অজিত দে, রতন দে, অনুপ রায়, বিষ্ণু ধর, সমীত ধর, অনিল ভট্টাচার্য, মিহির দাশ, সাধন নন্দী, ডাঃ রাখাল চন্দ্র ভট্রাচার্য্য, পূজন আচ্যার্য, রুপক মল্লিক, শিক্ষক বিজয় বিশ্বাস,বাপ্পা চক্রবর্তী সহ আরো অন্যন সদ্যস বৃন্দ।
উক্ত মহতী অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত বৃন্দ নর নারী সমবেত হয়।
