৯০ হাজার কিমি গতিতে, ধেয়ে আসছে বুর্জ খলিফার সমান গ্রহাণু! :দূর্বারবিডি

তথ্য প্রযুক্তি সৌরজগত
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ রবিবার এক মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী থাকতে চলেছেন পৃথিবীর বাসিন্দারা। সম্প্রতি, আমেরিকান গবেষণা সংস্থা নাসার তরফ থেকে জানানো হলো, রবিবার পৃথিবীর খুব কাছ ঘেঁষে অসীম শূন্যের উদ্দেশ্যে ছুটে চলে যাব’ে এক বিশাল আকারের গ্রহাণু। যেমন-তেমন গ্রহাণু নয়, এই গ্রহাণু আকৃতিতে প্রায় দুবাইয়ের বুর্জ খলিফার সমান! “১৫৩২০১২০০০ ডব্লিউ ও ১০৭” নামক এই গ্রহাণু ঘন্টায় প্রায় ৯০,১২৪ কিলোমিটার বেগে ছুটে চলেছে, এমনটাই জানিয়েছে নাসা।
এত বড় গ্রহাণু পৃথিবীর কাছে এলে পৃথিবীর কী কোনো রকম ক্ষ’তির সম্ভাবনা আছে? নাসার বিজ্ঞানীরা জানালেন, এই বিশাল আকৃতির গ্রহাণুর জন্য পৃথিবীর তেমন কোনো ক্ষ’তির সম্ভাবনা নেই। পৃথিবীর খুব কাছে এলেও এই গ্রহাণু এবং পৃথিবীর মধ্যে প্রায় ৪৩০২৭৭৫ কিলোমিটারের দূরত্ব থাকবে। এই গ্রহাণু পৃথিবীর কক্ষপথ দিয়ে যাব’ে বলেই জানিয়েছেন নাসা। কিন্তু পৃথিবী থেকে খালি চোখে গ্রহাণুটিকে দেখা যাব’ে না।
নাসার মহাকাশ বিজ্ঞানীরা মা’র্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশ থেকে এই বিশাল আকৃতির গ্রহাণু সন্ধান পেয়েছেন। এই গ্রহাণুর আকার ১২০০০-২৫৭০০ ফুটের মধ্যে রয়েছে। এর ব্যাস প্রায় ২৬৯০ ফুটের কাছাকাছি। তবে খালি চোখে দেখা না গেলেওকারণ নেই বলেই জানিয়েছেন মা’র্কিন গবেষকেরা। কারণ ছোট টেলিস্কো’প ের মাধ্যমে এই গ্রহাণুর গতিবিধির উপর চোখ রাখা যাব’ে।

নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন মহাকাশে ১০৩১৪৮৮টি গ্রহাণু আছে। সৃষ্টির আদি পর্যায়ে অর্থাৎ আজ থেকে প্রায় ৪.৬ বিলিয়ন বছর পূর্বে সৌরজগৎ সৃষ্টি হওয়ার সময় বাতাসহীন, প্রাণহীন এই পাথরে গ্রহাণুগু’লির সৃষ্টি হয়। সাধারণত এই গ্রহাণু গু’লি পৃথিবীর কক্ষপথে চলে এলে পৃথিবীর উপর বেশ প্রভাব পড়ে। কিন্তু এবারে তেমনটা ঘটার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে নাসা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *