
মোঃ মোরশেদ আলম চৌধুরী বান্দরব:
সরকারের ঘোষণানুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, পিআর পদ্ধতিতে নির্বাচন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করেছে বান্দরবান জেলা জামায়াতে ইসলামী।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ সালাম আজাদ বলেন,
বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণি-পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন। দিনের ভোট রাতে নির্বাচনের নামে জাতির সাথে প্রহসন করা হয়েছে। আর এ অবৈধ কার্যক্রমগুলোকে জাতীয় পার্টি ও ১৪ দল প্রকাশ্যে সমর্থন দিয়েছে এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই জনগণ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাচ্ছে।”
তিনি আরও বলেন,
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি জাতির সামনে তুলে ধরেছে।
জামায়াতের ৫ দফা দাবি
১️ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২️ আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩️ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪️ ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫️ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল, নায়েবে আমীর এড. ব,
