৫ তারিখের পট পরিবর্তন এই জাতির জন্য আল্লাহর রহমত -পল্টন ট্রাজেডি দিবসের আলোচনা সভায় ডঃ সরওয়ার সিদ্দিকী

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহাসিক ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে লাকসামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার উদ্যোগে দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।
পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সহিদ উল্লাহর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভ্যাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, ৫ তারিখের পট পরিবর্তন এই জাতির জন্য আল্লাহর রহমত আর আওয়ামী লীগের জন্য গজব। আজ ছাত্রলীগ নিষিদ্ধ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার বাংলার জমিনে হবেই ইনশাআল্লাহ। তাদের তৈরি করা ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে।
তিনি বলেন, ২৮শে অক্টোবর আ’লীগ পেশি শক্তির তাণ্ডব ঘটিয়ে পৈশাচিক কায়দায় লগি বৈঠা দিয়ে জামায়াতের নেতা-কর্মীদের নৃশংসভাবে হত্যা করেছে, অসংখ্য ভাইকে পঙ্গু করেছে। ২৮শে অক্টোবর তাণ্ডব ঘটিয়ে এক-এগারোর একটি পাতানো নির্বাচনে তারা ক্ষমতায় আসে। পেশি শক্তির মাধ্যমে, প্রভাব প্রতিপত্তির মাধ্যমে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে জনগণকে পাশ কাটিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। তারা ভেবেছিল এভাবেই ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু যিনি সর্বময় ক্ষমতার অধিকারী সে মহান আল্লাহ তাদেরকে আস্তা কুড়ে নিক্ষেপ করেছেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের সাবেক আমির মু আবুল হাশেম, সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহআলম, নুরে আলম। এ সময় লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ড, গোবিন্দপুর ও উত্তরদা ইউনিয়নের আমির-সেক্রেটারিসহ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, লাকসাম পৌরসভার সাবেক আমীর মাওলানা নুর মোহাম্মদ তাহেরী।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.