হাওর পাড়ের শাল্লা’ গ্রন্থের প্রকাশনা উৎসব

আরো তথ্য প্রযুক্তি পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

তৌফিকুর রহমান তাহের:দিরাই-শাল্লা প্রতিনিধি,
শাল্লায় ‘হাওর পাড়ের শাল্লা’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে হাওর পাড়ের গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।প্রকাশনা অনুষ্ঠানে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের প্রভাষক প্রীতেশ দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রন্থটির রচয়িতা ও শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিধু ভূষণ রায়। অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্য রাখেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক বিজন কান্তি রায়, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছত্তার মিয়া, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, খালিয়াজুড়ি কলেজের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র সরকার, শাসখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন তালুকদার, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল চন্দ্র সরকার, লক্ষ্মীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি সরকার, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, ঘুঙ্গিয়ারগাঁও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মহিতোষ চন্দ্র দাস, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টুলাল দাস, যুবলীগের আহ্বায়ক তকবীর হোসেন ও ঘুঙ্গিয়ারগাঁও যুব সংঘের সভাপতি হেমসেন সরকার প্রমুখ।

ভাটি বাংলার বৈচিত্র্য তুলে ধরা হাওর পাড়ের শাল্লা নামক গ্রন্থটির প্রকাশক বিধু ভূষণ রায় প্রধান অতিথির বক্তব্যে বলেন এরপূর্বেও ‘পুনর্বাসন’ নামক আরেকটি গ্রন্থ আমি প্রকাশ করেছি। এবার আনুষ্ঠানিকভাবে ‘হাওর পাড়ের শাল্লা’ নামক গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত। গ্রন্থটি পড়ে নতুন প্রজন্ম শাল্লা উপজেলাটির অতীত সম্পর্কে জানতে পারবে।

অনুষ্ঠানে ২ নং ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, শাল্লা উপজেলার প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, বীর মুক্তিযোদ্ধা সধীর চন্দ্র দাসসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সমাজের নানা শ্রেণি পেশার মানুষ ছিলেন।

উল্লেখ্য, বিধু ভূষণ রায় সাহিত্য চর্চার পাশাপাশি রাজনীতি জগতেও সক্রিয় রয়েছেন। তিনি বর্তমান শাল্লা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্বপালন করে আসছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *