সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ল

অর্থনীতি আইন-অপরাধ পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ অবশেষে ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়াল বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দর অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে লাগবে ১৬৮ টাকা এবং পাঁচ লিটারের বোতলে খরচ হবে ৭৯৫ টাকা। এতদিন এক লিটার বোতল ১৬০ টাকায় এবং পাঁচ লিটারের বোতল ৭৬০ টাকায় পাওয়া যেত।

গত মাসে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা পর্যন্ত বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। তখন ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দাম বাড়ানো যাবে না বলে ব্যবসায়ীদের জানিয়েছিল মন্ত্রণালয়।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভোজ্যতেল ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা গত মাস থেকে দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সেই সময় তাদের বলা হয়েছিল ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দাম বাড়ানো যাবে না। এর মধ্যে দর বাড়ানোর বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। সেই অনুযায়ী আজ দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ গত ১৯ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৭ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে বোতলজাত সয়াবিনের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের দামও বাড়ানো হয়েছে। অতিরিক্ত সচিব সফিকুজ্জামান বলেন, খোলা সয়াবিনের লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দর হবে ১৪৩ টাকা। যদিও এতদিন খোলা সয়াবিনের দাম আনুষ্ঠানিকভাবে ছিল ১৩৬ টাকা। এছাড়া পাম তেলের প্রতি লিটারের দাম ছিল ১১৮ টাকা। এখন পাম তেলের দর নির্ধারণ করা হয়েছে ১৩৩ টাকা।

তবে খোলা সয়াবিন ও পাম তেলের এই দর বাণিজ্য মন্ত্রণালয়ের কাগজে-কলমে থাকলেও বাজারে কার্যকর ছিল না। গত ১৫ থেকে ২০ দিন ধরেই খুচরা বাজারে বাড়তি দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন ও পাম তেল।

সরকারি বিপণন সংস্থা টিসিবির আজকের বাজার দরের তথ্যমতে, বর্তমানে বোতলজাত সয়াবিনের এক লিটারের বোতল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ আর পাঁচ লিটারের বোতলের দাম ৭৩০ থেকে ৭৬০ টাকা। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার ১৪৫ থেকে ১৫০ এবং পাম তেলের লিটার ১৩৬ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.