স্লোভাকিয়াকে হারিয়ে শীর্ষে সুইডেন

আন্তরজাতীক আন্তর্জাতিক খেলা
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে শুক্রবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে সুইডেন। ফলে শেষ ম্যাচে বড় কোনো অঘটন না ঘটলে নক-আউটে চলে যাবে তারা।

বড় কোনো টুর্নামেন্টে দুই দলের প্রথম দেখাতেই জিতলো সুইডিশরা। ছয় ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আসরে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে হারানো স্লোভাকিয়া।
ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করেছিলো সুইডেন। তবে দ্বিতীয় ম্যাচে এমিল ফর্সবার্গের একমাত্র গোলে ৪ পয়েন্ট নিয়ে এখন গ্রুপের শীর্ষে সুইডিশরা।

এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো দলই বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির পর ফিরে এসে খেলার গিয়ার বদলে ফেলে সুইডিশরা।
ম্যাচটিতে সুইডেনের হয়ে ভালো পারফরম্যান্স দেখান আলেকজান্ডার আইজ্যাক। তার জন্যই ম্যাচের ৭৭তম মিনিটে পেনাল্টি পায় সুইডেন। সফল স্পট কিকে ব্যবধান গড়ে দেন এমিল ফর্সবার্গ।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে সুইডেন। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। এক ম্যাচ থেকে স্পেনের পয়েন্ট ১, পোল্যান্ডের শূন্য।
সূত্রঃ ইত্তেফাক


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.