কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা- ৯ ও ১০ আসনে বাংলাদেশ জাকের পার্টি’র দলীয় মনোনীত প্রার্থী কুমিল্লা জেলা জাকের পার্টির যুগ্ন-সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতান কুমিল্লা -৯ ও নাঙ্গলকোট উপজেলা জাকের পার্টির সভাপতি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কুমিল্লা -১০ আসনে ৩০ নভেম্বর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় মনোনয়নপত্র দাখিল করেন৷
দলের মহাসচিব শামীম হায়দারের হাত থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় এডভোকেট টিপু সুলতান ও জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এই দুই প্রার্থী ৩০ নভেম্বর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় গোলাপ ফুল প্রতীকের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন।
উল্লেখ্য, কুমিল্লা-৯ ও ১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নির্বাচনে লরছেন৷
কুমিল্লা ৯ এর প্রার্থী এডভোকেট টিপো সুলতান মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা৷ অপরদিকে কুমিল্লা ১০ এর প্রার্থী জাহাঙ্গীর আলম নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামে বাসিন্দা।
বাংলাদেশ জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী এডভোকেট টিপু সুলতান বলেন, বাংলাদেশ জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমীর ফয়সাল ও মাহসচিব শামীম হায়দার কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) জাকের পার্টির পক্ষ থেকে নির্বাচন করার জন্য অনুমতি ও মনোনীত করেছেন। এর আগেও এই আসনে আমি গোলাপ ফুল মার্কা নিয়ে নির্বাচন করেছি৷ আল্লাহর ইচ্ছায় ও মালিকের দয়ায় আমি গোলাপ ফুল প্রতীক নিয়ে আবারও এ আসনের ভোটের মাঠে থাকবো ইনশাআল্লাহ৷ আশা করি এবার লাকসাম মানবগঞ্জের মানুষ ভোট দিয়ে গোলাপ ফুলকে জয়যুক্ত করবেন৷ আমি ব্যক্তিগতভাবে সবার দোয়া চাই৷