“সোশ্যাল একটিভিটিজ অ্যাওয়ার্ড সম্মাননা-২০২২” পেলেন রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়্যারম্যান আব্দুর রাজ্জাক

আরো চট্টগ্রাম তথ্য প্রযুক্তি সারাদেশ
শেয়ার করুন...

শাহরাস্তি সংবাদদাতাঃ
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের সুনামধন্য চেয়্যারম্যান ও বেরনাইয়া গ্রামের কৃতিসন্তান ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক “সোশ্যাল একটিভিটিজ অ্যাওয়ার্ড সম্মাননা-২০২২” এ মনোনীত হয়েছেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) আয়োজক সংস্থার পক্ষ থেকে রায়শ্রী ইউনিয়ন কার্যালয়ে চেয়্যারম্যান ডাঃ আব্দুর রাজ্জাককে সম্মাননা সনদ, ক্রেস্ট বিতরণ করেন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা।

রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাককে সোশ্যাল একটিভিটিস ক্ষেত্রে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সোশ্যাল কালচারাল এক্টিভিটি ফোরাম এর পক্ষ থেকে “সোশ্যাল একটিভিটিজ অ্যাওয়ার্ড ২০২২” সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।

ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক রাজনৈতিক অঙ্গনেও একজন সৎ ও সজ্জন মানুষ হিসাবে ইতিমধ্যে সকলের কাছে পরিচিতি পেয়েছেন। সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন ও সমাজের অসহায় মানুষের জন্য কাজ করার স্বীকৃতিতে ইতিপূর্বেও বিভিন্ন অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। আবদুর রাজ্জাক একজন সমাজ সেবী লোক তিনি অসহায় মানুষের কথা চিন্তা করেন। করোনা ভাইরাসের সময়ও উনার কার্যক্রম অতুলনীয়। নিজের টাকা দিয়ে সবাইকে বিলিয়ে দিয়েছেন খাদ্য সামগ্রী।

অ্যাওয়ার্ড প্রাপ্ত চেয়্যারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক বলেন, মানুষের কল্যাণে আমার প্রচেষ্ঠাকে মুল্যায়ন করে আমাকে অ্যাওয়ার্ড প্রদান করেছেন সেজন্য আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি। সকলের কাছে দোয়া চাই, যাতে আগামীতেও সমাজে মানুষের কল্যাণে সবসময় নিজেকে বিলিয়ে দিতে পারি। এই অ্যাওয়ার্ড আমাকে আরো বেশি বেশি ভাল কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.