নিজস্ব সংবাদদাতা সেনবাগ (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগের ৮নং বীজবাগ ইউপি’র কাজীরখিল গ্রামে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ইমন নামের এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১। এ মামলায় এখনো পর্যন্ত তিন আসামি পলাতক রয়েছেন।
রোববার রাতে ঢাকার নিউমার্কেট এলাকার চাঁদনি মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১, সিপিসি- ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ইমন নোয়াখালীর সেনবাগের ৮নং বীজবাগ ইউপি’র পশ্চিম কাজীরখিল গ্রামের রাধার বাড়ির সামছুল হকের ছেলে বলে জানা যায়।
র্যাব জানায়, চলতি বছরে গত ৫ জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক ওমান প্রবাসীর বাড়িতে ওঁৎপেতে ছিল ইমনসহ চার জন। রাতে ওমান প্রবাসীর স্ত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বসত ঘর থেকে বাইরে বের হন। সুযোগ বুঝে আগ থেকে ওঁৎপেতে থাকা চার জন তাকে মুখ চেপে ধরে বাড়ির পুকুর পাড়েরর পাশে নিয়ে গণধর্ষণ করে। পরবর্তীতে এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ইমনসহ চারজনকে আসামি করে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে ছিল আসামিরা।
কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার আসামি ইমনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আজ সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।