মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায়, কুমিল্লা আঞ্চলিক স্কাউটের পরিচালনায় এবং সেনবাগ উপজেলা স্কাউটস এর বাস্তবায়নে শনিবার উপজেলা সভা কক্ষে দিনব্যাপী প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের অংশ গ্রহণে কাব স্কাউটিং বিষয়ক অরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কাউটস সম্পাদক শফিকুজ্জামান শিমুর পরিচালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্কাউটস সভাপতি নাজমুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্কাউটার এন এম আজীম উদ্দিন এল টি, স্কাউটার আবদুর রহিম এল টি, স্কাউটার নাছির ফয়েজী সিএলটি, স্কাউটার জিয়াউর রহমান উডব্যাজার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, স্কাউটস কমিশনার এ এন এম শহীদ উল্যাহ, সহ সভাপতি রোকেয়া বেগম, যুগ্ম সম্পাদক আবুল বাশার সহ প্রমুখ।
উপজেলার ৫৯ জন প্রাথমিক শিক্ষক / শিক্ষিকা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।
আয়োজিত কোর্সের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার সমাপনী বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে সনদ বিতরণ করেন।
অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত দিনব্যাপী ৬০৭ তম কাব স্কাউটিং অরিয়েন্টেশন কোর্সটি সম্পন্ন হয়েছে।