আফতাব উদ্দিন সুনামগঞ্জ থেকেঃ
কখনো হাঁটু পানি বা কোমর পানি অথবা নৌকা নিয়ে বানভাসি মানুষকে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার পৌঁছে দিচ্ছে ”স্বেচ্ছায় মানবিক টিম,, নামক সংগঠনের স্বেচ্ছাসেবীরা
পৌর শহর ও বিভিন্ন এলাকায় বন্যা উপদ্রুত এলাকায় শুরু থেকেই দুর্যোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে সেচ্ছায় মানবিক টিম সুনামগঞ্জ।
বিনামূল্যে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, নগদ অর্থ, চিকিৎসা সেবা ও ঔষধ দিয়ে আসছে প্রতিনিয়ত।
বন্যার শুরুতে সুনামগঞ্জের বন্যার্তরা নগরের বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিলে। সংগঠনের উদ্যোগে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়। এখনো তা অব্যাহত রয়েছে।
বিশুদ্ধ পানির অভাবে বন্যা উপদ্রুত এলাকাগুলোর মানুষের মধ্যে নানান ধরনের পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ায় ওই এলাকায় বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যার কারণে অনেকেই ঘরে রন্না করতে না পারায় তাদের মাঝে শুকনো খাবার, খাবার স্লাইন ও বন্যায় করণীয় পরামর্শ দেওয়া হয়েছে। জনা গেছে গত কয়েকদিনে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিক পুর, আরপিন নগর, ওয়েজখালী, কালীপুর, গণিপুর, ইকবাল নগর, জলিলপুর সহ শহরের বিভিন্ন ওয়ার্ডে কার্যক্রম চালানো হয়েছে।
গত কয়েকদিনে নগরীতে প্রায় ১০০০ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। চাহিদার তুলনায় তা খুব বেশি না হলেও সেচ্ছায় মানবিক টিমের সদস্যরা তাদের সামর্থ্যর সর্বোচ্চটা দিয়েই মানুষকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন গড়ে তারা প্রায়১০০ লিটারেরও বেশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েছেন বন্যার্তদের। জলিলপুর,ওয়েজখালী ও কালিপুরে প্রায় ২০০ শতাধিক মানুষের মাঝে খাবার সামগ্রী দেওয়া হয়। জেলা ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি জনাব সাহিদুর রহমান বলেন সেচ্ছায় মানবিক টিমের সদস্যরা বন্যায় ঘরবন্দী মানুষের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে আমরা যারা সচেতন নাগরিক আছি আমরাও তাদের পাশে দারাণো উচিত বলে আমি মনে করি আমি সমাজের সচেতন মহলের সবাইকে বলবো তাদেরকে সহযোগিতা করার জন্য। নিরাপদ সড়ক চাই নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মহিম তালুকদার যানান সেচ্ছায় মানবিক টিম তাদের নিজেদের অর্থায়নে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমি আমার পক্ষ থেকে আমার জেলা কমিটি নিয়ে তাদেরকে যতটুকু পারি সহযোগিতা করে যাচ্ছি। আমি সচেতন মহলকে বলবো আপনারাও এগিয়ে আসুন দেখবেন সমাজটা পাল্টে যাবে। জাতীয় পার্টির নেতা পল্লীবন্দু পরিষদ সুনামগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক,নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ও সেচ্ছায় মানবিক টিমের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আফতাব উদ্দিন বলেন শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চাহিদা অনেক। বন্যার্তরা সাহায্যের অপেক্ষায় আছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। তবে এরকম আরও অনেক মানবিক টিম প্রয়োজন। তিনি তাদের কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং সমর্থন দিয়ে যাচ্ছেন।