সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আরো পরিবেশ সারাদেশ সিলেট স্বাস্থ্য
শেয়ার করুন...

এম আর সজিব সুনামগঞ্জ:
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আউটসোর্সিং নিয়োগে ঘুষ বাণিজ্য ও চরম অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একাধিক ভুক্তভোগী। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তারা নানা তথ্য তুলে ধরেন।

ভুক্তভোগীদের অভিযোগ, তারা বিগত ৫-৬ বছর ধরে হাসপাতালের বিভিন্ন আউটসোর্সিং পদে চাকরি করে আসছিলেন। পূর্ববর্তী সরকারের আমলে তাদের নিয়োগ দেওয়া হলেও হাসপাতালের বর্তমান পরিচালক মাহবুবুর রহমান স্বপন পুনরায় দায়িত্ব নেওয়ার পর মেয়াদ শেষ হলে স্টাফদের কাছ থেকে মেয়াদ বাড়ানোর জন্য ঘুষ দাবি করেন।

তারা জানান, ঘুষের এই দাবির বিরুদ্ধে তারা একসময় আন্দোলনে নামলে, প্রশাসনের সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে অনেকে আহত হন এবং চাকরি হারানোর ভয়েও পড়েন।

পরবর্তীতে স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও ‘বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন’-এর আহ্বায়ক ইমনসহ বিভিন্ন মহল মধ্যস্থতায় বসে তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেসময় জানানো হয়, যখন নতুন নিয়োগ হবে, তখন পুরনো কর্মীদেরকেই বিনা ঘুষে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া হবে।

কিন্তু বাস্তবে টেন্ডার শেষ হওয়ার পর দেখা যাচ্ছে, টাকা ছাড়া কোনো নিয়োগই হচ্ছে না। ভুক্তভোগীরা জানান, সরাসরি হাসপাতাল পরিচালককে বিষয়টি জানালে তিনি উল্টো পরামর্শ দেন—“কাকে টাকা দিলে চাকরি হবে” এবং “কার হাতে টাকা দিতে হবে”।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, “একদিকে আমরা বছরের পর বছর কাজ করেও আজ বঞ্চিত, অন্যদিকে নতুনদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। এটি চরম অবিচার ও দুর্নীতি।”

ভুক্তভোগীরা অবিলম্বে এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং দীর্ঘদিন ধরে চাকরি করে আসা কর্মীদের পুনর্বহালের দাবি জানান।

তাদের এই বক্তব্যে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দ।

সুনামগঞ্জ, ৫ জুলাই ২০২৫


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.