সিএনজিচালিত বাস ও মিনিবাসে স্টিকার লাগাবে বিআরটিএ

আইন-অপরাধ আরো জাতীয় ঢাকা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ সিএনজিচালিত বাস ও মিনিবাসে স্টিকার লাগিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

তিনি জানান, আমরা আলাদা স্টিকার লাগিয়ে দেব, যাতে অভিযান চালাতে সমস্যা না হয়। সিএনজিচালিত বাস ও মিনিবাস চিহ্নিত করতে মালিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, বাস ও মিনিবাসের মালিকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর অনুসন্ধানে নামবে বিআরটিএ। তারপর স্টিকার লাগানো হবে। এসব কার্যক্রম সম্পন্ন হবে দ্রুত সময়ের মধ্যে।

উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালিকদের দাবির প্রেক্ষিতে বাসের ভাড়া বাড়িয়েছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর করা যাবে। তবে সিএনজিচালিত বাস-মিনিবাসে তা কার্যকর করা যাবে না। কিন্তু তারপরও ভুল তথ্যে বিভ্রান্তি ছড়ানোর ফলে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.