সাবেক মন্ত্রী ও সাংসদ জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন

জাতীয় পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

মুস্তাকিম হুসাইন বিশেষ প্রতিনিধিঃ জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সাবেক জাতীয় সংসদ সদস্য, যমুনা ব্যাংকের পরিচালক, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীঢাকার শ্যামলীতে বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায়মারা গেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলু ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। ২০০৫;সালে তার প্রথম স্ত্রী ফরিদা সরকার মারা গেলে ২০১৭ সালে তিনি এরশাদের ভাগ্নী টুম্পাকে বিয়ে করেন। সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতাপশালী ছাত্রনেতা ছিলেন তিনি। তিনি ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিলেন। এরশাদ সরকারের জ্বালানি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ছাড়াও পরবর্তী সময়ে এই দুই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পর্যটনমন্ত্রীও ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালের জুলাই মাসে মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁকে নিয়ে জাতীয় পার্টির মধ্যে অস্থিরতা দেখা দিলে তিনি আবার মহাসচিবের দায়িত্বে আসেন। ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রার্থী হতে চেয়েও হুসাইন মুহাম্মদ এরশাদের নির্দেশে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তার জানাজা ও দাফন সম্পর্কে এই রিপোর্ট লেখা পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এবং তার মরদেহ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে রাখা আছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.