সাকুচিয়া জ্যাকব কলেজে অনুষ্ঠিত হল “নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

আরো পরিবেশ বরিশাল শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

মনপুরা প্রতিনিধি
বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভাসহ নানা আয়োজনে মাধ্যমে ভোলার মনপুরায় সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে ২০২১-২০২২ সালের “নবীন বরণ ও এইচ এস সি ব্যাচ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় দিন ব্যাপি অনুষ্ঠান। নানা আয়োজনের মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবীনদের বরন করে নেন।নবীন বরণ শেষে নতুন শিক্ষার্থীরা প্রবীনদের একই ভাবে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জ্যাকব কলেজ ক্যাম্পাসে এক আবেগঘন পরিবেশ তৈরী হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী।

মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবু, জমি দাতা ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মিয়া, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন,ছামেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসেদ প্রমূখ।

ইংরেজি প্রভাষক ইমরুল সাঈদ হাসান এর সঞ্চালনা বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান এর প্রভাষক মনিরুজ্জামান, বিদায় ছাত্র মোঃজাবেদ,হাসানুজ্জামান রাজু ও বিদায় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায় মান পত্র পাঠ করেন, নিলা বেগম ও অধ্যায়নরত ছাত্রদের পক্ষে মানপত্র পাঠ করেন ইসরাত জাহান লাবণ্য।

প্রধান অতিথির বক্তব্য শেলিনা আক্তার চৌধুরী বলেন, তোমরা আজকে যারা ছাত্র তারা আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র জীবন টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টা তোমরা যথাযথভাবে কাজে লাগিয়ে পড়াশোনায় মনোযোগ দাও তাহলে ভবিষ্যতে ভালো ফলাফল করে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে।“পড়াশোনার পাশাপাশি তোমরা নিজেদেরকে গড়ে তোল। তোমাদের আত্মবিশ্বাসকে জাগ্রত করো। তোমরাও সফল হতে পারবে। তোমরা যে বিষয়ে নিজেদের ক্যারিয়ার গড়বে সেই বিষয়টা অনুশীলনের মাধ্যমে ভালোভাবে রপ্ত করতে হবে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.