হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় গত রাত অনুমান ০৪.০০ ঘটিকা সময় তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ রাত্রিকালীন বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে একটি পিক- আপ গাড়ির গতিবিধি সন্দেহ মনে হলে, উক্ত পিক-আপ গাড়ি ধাওয়া করিয়া সরিষাবাড়ী থানাধীন বাঘআসড়া সাকিনস্থ দরিয়া-মেইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিক-আপ গাড়ি আটক করিয়া ১। মোঃ শফিকুল ইসলাম (২৫), পিতামৃত আমজাদ হোসেন, মাতা-জবেদা খাতুন, সাং-আমতা, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ২। মোতালেব হোসেন (২৪) পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা-রোকেয়া বেগম, সাং-কাঁচা রাজপুর, পোঃ আমতা, থানা-ধামরাই, জেলা-ঢাকা ধৃত করা হয়। উক্ত সময় ধৃত আসামীদের হেফাজত হইতে (ক) একটি সাদা রংয়ের বকনা গরু মল্য অনুমান ৮০,০০০/-টাকা, (খ) একটি লাল রংয়ের বকনা বাছুর গরু, মূল্য অনুমান ৪০,০০০/-টাকা, (গ) একটি লাল রংয়ের হাতল যুক্ত লোহার কাটিং প্লাস (ঘ) একটি হাতলযুক্ত লোহার কাচি লম্বা ১ ফুট ৪ ইঞ্চি, (ঙ) একটি নীল-হলুদ রংয়ের মাহিন্দ্রা পিকআপ যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ন. ১২-২৮৭১, জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত সময় মোঃ মমিনুর রহমান (৪০), পিতা- মোঃ রাজমোহর শেখ, সাং- মেইয়া পূর্বপাড়া, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর জনান যে, গরু দুইটি তার বসত বাড়ীর গোয়াল ঘর হইতে চুরি হইয়াছে। পরবর্তীতে মোঃ মমিনুর রহমান থানায় আসিয়া লিখিত অভিযোগ দায়ের করিলে ধৃত আসামীসহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরেুদ্ধে পরস্পর যোগসাজসে রাতের বেলায় সঙ্গোপনে গোয়াল ঘরের তালা কাটিয়া চুরি করার অপরাধে সরিষাবাড়ী থানার মামলা নং-১১-২১/১/২৪ ধারা- ৪৫৭/৩৮০/৩৪ রুজু করিয়া গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাদের নিমিত্তে ০৫(পাঁচ) দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অজ্ঞতনামা আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।