সরিষাবাড়িতে পিকআপ সহ দুই গরু চোর আটক

আইন-অপরাধ আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় গত রাত অনুমান ০৪.০০ ঘটিকা সময় তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ রাত্রিকালীন বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে একটি পিক- আপ গাড়ির গতিবিধি সন্দেহ মনে হলে, উক্ত পিক-আপ গাড়ি ধাওয়া করিয়া সরিষাবাড়ী থানাধীন বাঘআসড়া সাকিনস্থ দরিয়া-মেইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিক-আপ গাড়ি আটক করিয়া ১। মোঃ শফিকুল ইসলাম (২৫), পিতামৃত আমজাদ হোসেন, মাতা-জবেদা খাতুন, সাং-আমতা, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ২। মোতালেব হোসেন (২৪) পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা-রোকেয়া বেগম, সাং-কাঁচা রাজপুর, পোঃ আমতা, থানা-ধামরাই, জেলা-ঢাকা ধৃত করা হয়। উক্ত সময় ধৃত আসামীদের হেফাজত হইতে (ক) একটি সাদা রংয়ের বকনা গরু মল্য অনুমান ৮০,০০০/-টাকা, (খ) একটি লাল রংয়ের বকনা বাছুর গরু, মূল্য অনুমান ৪০,০০০/-টাকা, (গ) একটি লাল রংয়ের হাতল যুক্ত লোহার কাটিং প্লাস (ঘ) একটি হাতলযুক্ত লোহার কাচি লম্বা ১ ফুট ৪ ইঞ্চি, (ঙ) একটি নীল-হলুদ রংয়ের মাহিন্দ্রা পিকআপ যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ন. ১২-২৮৭১, জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত সময় মোঃ মমিনুর রহমান (৪০), পিতা- মোঃ রাজমোহর শেখ, সাং- মেইয়া পূর্বপাড়া, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর জনান যে, গরু দুইটি তার বসত বাড়ীর গোয়াল ঘর হইতে চুরি হইয়াছে। পরবর্তীতে মোঃ মমিনুর রহমান থানায় আসিয়া লিখিত অভিযোগ দায়ের করিলে ধৃত আসামীসহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরেুদ্ধে পরস্পর যোগসাজসে রাতের বেলায় সঙ্গোপনে গোয়াল ঘরের তালা কাটিয়া চুরি করার অপরাধে সরিষাবাড়ী থানার মামলা নং-১১-২১/১/২৪ ধারা- ৪৫৭/৩৮০/৩৪ রুজু করিয়া গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাদের নিমিত্তে ০৫(পাঁচ) দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অজ্ঞতনামা আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.