সরিষাবাড়ী আসনে ফরিদুল কবির তালুকদার (শামীম) বিএনপি’র মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উল্লাস

আরো করোনা আপডেট পরিবেশ ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি :
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় ফরিদুল কবির তালুকদার (শামীম)-কে অভিনন্দন জানিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

৩ নভেম্বর (সোমবার)সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি’র ২৩৭টি প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে ঘোষণা করেন। জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নাম ঘোষণা করলে সারা সরিষাবাড়ীর নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং একে অন্যের সাথে কোলাকুলি করতে দেখা যায় ।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই সরিষাবাড়ী উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।এবং আবেগ তাড়িত হয়ে অনেকেই দুই রাকাত নফল নামাজ আদায় করেন।এ সময় বিএনপির মনোনীত প্রার্থী বলেন আমাদের কোন বিরোধী দল নেই ঐক্যবদ্ধ হয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানকে এই আসনটি বিজয়ের মাধ্যমে উপহার দেব।এ সময় তিনি আরো বলেন কোন প্রকার আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করতে নেতাকর্মীদের বারণ করেন। সরজমিনে ঘুরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় বিএনপি’র দপ্তর সম্পাদক খাইরুল আলম শ্যামল বলেন,জনাব শামীম ভাইকে বিএনপির মনোনয়ন দেওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব মামুনুর রশিদ ফকির বলেন ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে শামীম তালুকদারকে জয়ী করবো ইনশাল্লাহ।
উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান লিটন বলেন, সরিষাবাড়িতে উন্নয়নের অসমাপ্ত কাজ শামীম তালুকদারের মাধ্যমেই সম্পন্ন হবে।
আওনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছা: মিনারা বেগম বলেন, বিএনপি’র প্রয়াত মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ইউনিয়ন বাসির প্রতি ধানের শীষের ভোট প্রার্থনা করেন। উক্ত ইউনিয়নের সভাপতি সুরুজ মিয়া বলেন, আওনা ইউনিয়নে বিএনপি’র মধ্যে কোন গ্রুপিং নেই এবং জনগণ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে।এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনজুরুল মোরশেদ শিমুল, মনিরুজ্জামান মাসুম,মো:মানিক মিয়া,মোতালেব মেম্বার(সাবেক) এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
পিংনা ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায় বিএনপি নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত। পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব নাজমুল ইসলাম নাজু বলেন গত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনাই।পিংনা ইউনিয়নের ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পিংনা ইউনিয়নের সহ-সভাপতি আবু হানিফা (হানিফ)বলেন,শামীম তালুকদারকে বিজয়ী করে আমরা শুধু এমপি নয়,মন্ত্রী হিসেবে দেখতে চাই।মনোনয়নের এই সংবাদ প্রকাশের পর সারা সরিষাবাড়িতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎফুল্ল ভাব বিরাজ করছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *