সরাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সদস্য সচিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

আব্বাস উদ্দিন :জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি’র ও যুবদলের দুই নেতার লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও যুবদলের সদস্য সচিব নুর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার সকলকে সতর্ক থাকার আহবান করেছেন যুবদল নেতা নুর আলম। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল সরাইল উপজেলা শাখার কর্মী সভা চলছিল। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক পর্যায়ে একটি বিষয়কে কেন্দ্র করে দুলাল ও নুর আলমের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে দুই নেতার সমর্থকরা সড়কের উপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৪৫ মিনিট চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘন্টা সরাইল- অরুয়াইল সড়কে যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.