আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ২১শে জানুয়ারি ২০২৫ইং রোজ মঙ্গলবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ভূইয়াঘাট সংলগ্ন মানুডোবা বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একদল মানুষ ভেকু দিয়ে সরকারি বিধি-বিধান লঙ্ঘন করে অবৈধ ভাবে মাটি কর্তন করে। উক্ত সময় ভ্রাম্যমান আদালত পরিচালনার অভিযানের টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এই সময়ে একটি ভেকু,ব্যাটারি ও একটি ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন মিডিয়া প্রতিনিধি কে বলেন,সরাইলবাসির সর্বস্তরের জনগণের উন্নয়নের স্বার্থে,দেশ ও জাতির কল্যাণে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধের জন্য নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে নির্দেশনা প্রদান করা হয়। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা অফিস বৃন্দ সহযোগিতায় ছিলেন।