সরকার আন্তরিক বলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি শুল্ক প্রত্যাহার করে দিচ্ছে-এলজিআরডি মন্ত্রী

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় পরিবেশ
শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার: কুমিল্লায় পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আরো বাড়বে। সরকার আন্তরিক বলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি শুল্ক প্রত্যাহার করে দিচ্ছে।
তিনি শুক্রবার সকালে কুমিল্লার সদর উপজেলার শেখ রাসেল ক্রীড়া পল্লীতে ইয়ুথ ক্যাডেট ফোরামের এক্স ক্যাডেট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সারা পৃথিবীতেই দ্রব্য মূল্যের উর্দ্ধগতি। শুধু বাংলাদেশেই পণ্যের দাম বাড়েনি. ইউরোপসহ উন্নত বিশে^ও সকল দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামসহ অন্যান্যরা।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.