পালিত হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলকব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়াএবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেকমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়।দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় শেরপুরের নকলা থানারআয়োজনে থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধানসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানেরনেতৃত্বে র্যালিটিতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহমো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকবীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. ইসকান্দার হাবিব, উপজেলা যুব লীগের আহবায়কমো. রফিকুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্র লীগের আহবায়কআবু হামজা কনক, পুলিশ বিভাগের সদস্য, জনপ্রতিনিধি,সাংবাদিক, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্ধসহবিশিষ্ট ব্যক্তি