শাল্লায় চুরি যাওয়া মোবাইল উদ্ধার

আইন-অপরাধ আরো পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

তৌফিকুর রহমান তাহের দিরাই-শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা থানায় বিভিন্ন সময়ে হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে শাল্লা থানা পুলিশ।

রবিবার (২৪মার্চ) দুপুরে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান তার নিজ কার্যালয়ে উদ্ধার কৃত মোবাইল ফোন প্রকৃত মালিক ইমন মিয়ার হাতে তুলে দেন। এসময় থানার অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান প্রতিবেদক কে বলেন, আমাদের থানায় যখন মোবাইল ফোন হারানো বা চুরির বিষয়ে কোন জিডি করা হলে আমরা খুব গুরুত্ব দিয়ে সহায়তা করে থাকি। এই জিডির প্রেক্ষিতে শাল্লা থানা পুলিশের একটি চৌকস টিম দক্ষতার সহিত কাজ করে থাকেন। হারানো কোন কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি ও সাফল্য। ভবিষ্যতে আমাদের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি সরকারি কাজের পাশাপাশি সাধ্যনুযায়ী মানবিক কাজও করার চেষ্টা করি।

মোবাইল ফোন ফেরত পাওয়া শাল্লা ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের বাসিন্দা ইমন মিয়া (২৪) জানান, আমি বিগত ৮মাস পূর্বে আমার মোবাইল ফোনটি হারিয়ে ছিলাম। এবিষয়ে থানায় একটি জিডি করি। আমাদের থানার ওসি স্যার অনেক চেষ্টা করে ফোনটি উদ্ধার করেন এবং আমাকে ডেকে থানায় নিয়ে আমার হাতে ফোনটি তুলে দেন। এতে আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। শাল্লা থানার পুলিশ প্রশাসন বিশেষ করে ওসি স্যারের নিকট আমি কৃতজ্ঞতা জানাই।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *